রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কলমাকান্দায় ১২ জুয়াড়ি আটক 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

কলমাকান্দায় ১২ জুয়াড়ি আটক 

নেত্রকোনার কলমাকান্দায় জুয়ার আসর থেকে ১২ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। আটকদের বিরুদ্ধে থানায় মামলা করে বুধবার (১২ জুলাই) আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মো. সাজল মিয়া, মো. আল মামুন, মো. আল আমিন, মো. হানিফ মিয়া ও রংছাতি ইউনিয়নের মো. ফারুক  মিয়া, মো. আইনল হক, মো. আরাফাত  হোসেন মৌলা, মো. উজ্জ্বল মিয়া, মো. রিপন মিয়া, মো. আমিরুল ইসলাম, মো. সোহেল রানা ও  মো. তারেকুজ্জামান।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ১৬ হাজার ৭৯০টাকা উদ্ধার করা হয়। 

টিএইচ